দৈনিক সহযাত্রী

শিরোনাম

মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন: মৃত বেড়ে ৪

সহযাত্রী ডেস্ক: রাজধানীর মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুই ব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এই দুই ব্যক্তি মারা যান। এ নিয়ে এই ঘটনায় চারজন মারা গেলেন। দগ্ধ আরও চারজন চিকিৎসাধীন।

আজ মারা যাওয়া দুজন হলেন আমির হোসেন ওরফে সুমন (৩২) ও মো. মাসুম (২৫)। আমির মারা যান সকালে। বেলা ১১টার দিকে মারা যান মাসুম। ইনস্টিটিউট সূত্রে এই তথ্য জানা গেছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, মাসুমের শরীরের ৬০ শতাংশ, আমির হোসেনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি গতকাল রোববার রাতে মারা যান। ৭ ডিসেম্বর মারা যান আবুল খায়ের গাজী (৪৪) নামের একজন।

৬ ডিসেম্বর রাতে মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter