সহযাত্রী ডেস্ক: রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগে বুধবার সন্ধ্যায়। এ ঘটনায় দগ্ধ মো. খায়ের মিয়া (৪৪) নামে একজন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আগুনের এ ঘটনায় মোট দগ্ধ হন ৮ জন। অন্য ৭ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে।