দৈনিক সহযাত্রী

শিরোনাম

মহাখালীর রয়েল পাম্পে আগুন: আহত ৮

সহযাত্রী ডেস্ক: রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে রাত ৮ টার দিকে বিস্ফোরণে আহত ও দগ্ধ হয়েছেন আটজন। তাদের উদ্ধার করে  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, দগ্ধরা ও আহতরা হলেন, মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারী। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপে বিকট বিস্ফোরণ হয়। এ সময় আশপাশে থাকা সবাই দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, মহাখালী বাস স্টেশনে রয়েল পেট্রোল পাম্পে লাগা আগুনের সংবাদ পাওয়া যায় রাত ৮টা ৮ মিনিটে।

তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter