সহযাত্রী ডেস্ক: গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিকালে রামপুরা থানাধীন ডিআইটি রোডে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ২৪১ জনের বিরুদ্ধে মামলা করেন রামপুরা থানার এসআই আব্দুল জলিল।
মামলায় এজাহারনামীয় ৮৮ নম্বর আসামি করা হয় লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক নাসির রহমানকে (৪৫)। মামলা করার দুই দিন পর তা সংশোধনের জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার এসআই শ্রী চম্পক চক্রবর্তী।
এ বিষয়ে মামলার বাদী আব্দুল জলিল বলেন, এজহারে ভুলবশত নাসিরের নাম উল্লেখ করা হয়েছে।
আদালতে সংশোধনের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক নাসির রহমানের নাম বাদী সোর্সের মাধ্যমে প্রাপ্ত হয়ে এহজারে অন্তর্ভুক্ত করেন। বিষয়টি আমি প্রাথমিক তদন্তকালে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারি, উলিখিত ব্যক্তি ইতঃপূর্বে মৃত্যুবরণ করেছেন। তাই আসামি নাসিরের নাম এজাহার থেকে বিয়োজনপূর্বক এজাহার সংশোধন একান্ত প্রয়োজন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভুলবশত এজাহারে নাসিরের নাম চলে এসেছে। তা সংশোধনের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
নাসির রহমানের স্ত্রী রিনা রহমান সাংবাদিকদের বলেন, গত বছরের ৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম এজহারে দেওয়া দুঃখজনক।