দৈনিক সহযাত্রী

শিরোনাম

ক্ষমতায় গিয়ে একটা একটা করে বিচার করা হবে: রুমিন ফারহানা

ওমরাহ ভিসা

সহযাত্রী ডেস্ক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সরকারকে সাবধান করে দিচ্ছি, আমাদের গত ছয় মাসের কর্মসূচিতে আপনারদের পুলিশ বাহিনী আমাদের ১৭ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে। ইনশাআল্লাহ, আমরা যখন জনগণের ভোটে ক্ষমতায় যাব, প্রত্যকটার ঘটনার একটা একটা করে বিচার করা হবে।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকায় বিএনপি আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত কয়েক মাসে অসংখ্য কর্মী ও নেতা গ্রেফতার করেছেন। আপনাদের এতোটাই ভয়, বিএনপি মহাসচিবকে গ্রেফতার করতে হয়েছে রাত ৩টার সময়। দিনের আলোতে গ্রেফতার করতে সম্ভব দেখাইতে পারেন নাই। গত ১৫ বছর অনেক নির্যাতন অত্যাচার চালিয়েছেন আপনারা। আপনারা মনে করেন ক্ষমতা চিরস্থায়ী।

তিনি বলেন, গত পনের বছর যা করেছেন ইনশাআল্লাহ আগামী ১০০ বছর কেউ আপনাদের ভোট দেবেন না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter