সহযাত্রী ডেস্ক: ইফতার মাহফিল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির ২ তালা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। আলোচনা সভা চলাবস্থায় সন্ধ্যা ৫টা ৫০মিনিটের দিকে ডিবি পুলিশের ৩টি গাড়ি বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ি ঘিরে ফেলে। ইফতারিরত অবস্থায় এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিসহ ১৪ জনকে আটক করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশের পরিচয়দানকারীর সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তি