সহযাত্রী ডেস্ক: আজ ভোরের দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী। তাদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ফেইসবুকে লিখেছেন, ‘আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যেই জানেন যে, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে সেখানকার প্রত্যেক ব্যবসায়ী তাদের উপার্জনের সবকিছু হারিয়েছে। এটা তাদের জন্য খুবই কঠিন সময়, বিশেষ করে এই রমজানে। ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। যা দেখা-শুনা করবে মাস্তুল ফাউন্ডেশন।