দৈনিক সহযাত্রী

শিরোনাম

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন

সহযাত্রী ডেস্ক: রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা।

মূলত টিন ও কাঠ দিয়ে নির্মিত বঙ্গবাজার দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter