দৈনিক সহযাত্রী

শিরোনাম

কাজিরহাট থানা উন্নয়ন ফোরাম’র কমিটি গঠন- আবুল কালাম চেয়ারম্যান ॥ হাবিব মহাসচিব

সহযাত্রী ডেস্ক: কাজিরহাট থানা উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আবুল কালাম ও মহাসচিব হাবিবুর রহমান নির্বাচিত হয়েছে।

কাজিরহাট থানাবাসীর সৃজনশীল ও নান্দনিক সামাজিক সংগঠন কাজিরহাট থানা উন্নয়ন ফোরাম-এর নতুন কমিটি গঠন উপলক্ষে গত ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এবং পানামসিটিতে এক জমকালো আনন্দ ভ্রমণ ও পিকনিকের আয়োজন করে। উক্ত আনন্দ ভ্রমণ এবং পিকনিকে উপস্থিত সকল সদস্যের ভোটের মাধ্যমে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। পরবর্তীতে তারা পরামর্শের আলোকে বাকি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটির পূর্ণাঙ্গ তালিকা হলো-

০১. চেয়ারম্যানঃ
মোঃ আবুল কালাম (বিশিষ্ট ব্যাংকার)।

০২. ভাইস-চেয়ারম্যানঃ
মোঃ আবুল কালাম আজাদ

০৩. মহাসচিবঃ
মোঃ হাবিবুর রহমান।

০৪. যুগ্ম মহাসচিবঃ
মোঃ মনির হোসেন মল্লিক

০৫. সাংগঠনিক সম্পাদকঃ
মোঃ সাদেকুল ইসলাম

০৬. অর্থ সম্পাদকঃ
(গঠনতন্ত্র অনুযায়ী ভাইস চেয়ারম্যান /সাংগঠনিক সম্পাদক অর্থ বিভাগের দায়িত্ব পালন করবেন)

০৭. সমাজসেবা বিষয়ক সম্পাদকঃ
মোঃ এনামুল হক মাসুদ (বিশিষ্ট শিশু সংগঠক)

০৮. আইন ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ
এডভোকেট মোঃ আব্দুল্লাহ্।

০৯. প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদকঃ
মোঃ সিদ্দিকুর রহমান (বিশিষ্ট সাংবাদিক)

১০. শিক্ষা বিষয়ক সম্পাদকঃ
লায়ন উমার রাযী (মানবাধিকার কর্মী)

১১. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ
প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাসুদ ।

১২. স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ
ডাক্তার মোঃ শাহেদুল ইসলাম।

১৩. লাইব্রেরী ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ
মোঃ সাইফুল ইসলাম (তরুন উদ্যোক্তা)

১৪. মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ
হাসান মাহমুদ (বিশিষ্ট মানবাধিকার কর্মী)

১৫. তথ্য ও যোগাযোগ সম্পাদকঃ
মোঃ সোহেল রানা।

** সদস্য **

০১. মোঃ আব্দুল্লাহ (বিশিষ্ট ব্যাংকার)
০২. মোঃ আমিমুল ইহসান
০৩. মোঃ আয়াত আহমেদ সজল।

* উপদেষ্টা পরিষদ *

০১.মোঃ মাসুদ বিন সাঈদ (বিশিষ্ট ব্যাংকার)
০২. মোঃ আব্দুস ছালাম খান (বিশিষ্ট ব্যবসায়ী)
০৩. মোঃ আক্কাস আলী রাড়ী (বিশিষ্ট ব্যবসায়ী)

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter