সহযাত্রী ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জনগণের ন্যায্য অধিকার আদায়, জামায়াত ঘোষিত ১০ দফা বাস্তবায়ন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলীয় সব রাজবন্দির মুক্তির দাবিতে রাজধানীর মালিবাগে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতা বক্তব্য দেন।
শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় অফিস খুলে দেওয়া ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান।