দৈনিক সহযাত্রী

শেষের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ

সহযাত্রী স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচটা ছিল যেন রোলার কোস্টার। ম্যাচের গতি-প্রকৃতিই বোঝা দায় হয়ে দাঁড়িয়েছিলো। একবার আর্জেন্টিনা গোল করে তো আরেকেবার শোধ করে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ফাইনালের ট্র্যাজিক হিরো। হ্যাটট্রিক করেও হারলেন। ম্যাচটা গড়ালো টাইব্রেকারে।

সেখানেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিংসলে কোম্যানের পেনাল্টিটি ঠেকিয়েই তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন। এরপর অরিলিয়েন চুয়ামেনি যে শটটি নিয়েছিলেন মার্টিনেজকে ঠেকানোর জন্য সেটি হয়ে গেলো মিস।

সুতরাং, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মত ফাইনালেও আর্জেন্টিনার জয়ের শেষ মুহূর্তের নায়কে পরিণত হলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter