দৈনিক সহযাত্রী

শিরোনাম

মহাখালীতে ২৭ নেতাকর্মী গ্রেফতার: পুলিশের দাবি সবাই বিএনপি-জামায়াত

ওমরাহ ভিসা

সহযাত্রী ডেস্ক: রাজধানীর মহাখালী থেকে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃতরা আগের একটি নাশকতা মামলার আসামি। শুক্রবার রাতে এসকেএস টাওয়ারের একটি ফুডকোটে বসে তারা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আগের একটি নাশকতা মামলার বেশ কয়েকজন আসামিকে আমরা খুঁজছিলাম। শুক্রবার রাত ৮টার দিকে খবর পাই তারা মহাখালীতে ওই ফুডকোটে বসে সরকারবিরোধী মিটিং করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি।

তিনি আরও বলেন, আমরা অন্তত ২৭ জনকে হেফাজতে নিয়েছি। তাদের কেউ বিএনপি এবং কেউ কেউ জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এই ২৭ জনের মধ্যে কোনো নিরপরাধ লোক আছে কি না, সে ব্যাপারে যাচাই বাচাই চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

তবে বিএনপির পক্ষ থেকে এই ব্যপারে এখনো পর্যন্ত কোন বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

তবে মহাখালী স্থানীয় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে কেউই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter