দৈনিক সহযাত্রী

শিরোনাম

জিম্বাবুয়েকে হারিয়ে টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজ।

সহযাত্রী স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা ভালো হয়নি দুইবারের বিশে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচেই দলটি হেরেছে স্কটল্যান্ডের কাছে। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে টিকে থাকলো দলটি। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এ ম্যাচ হারলেই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো ক্যারিবীয়দের। গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেট হারিয়ে করে ১৫৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৩১ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে এখন চার দলেরই সুপার টুয়েলভে যাবার সুযোগ আছে। কারন ২টি করে খেলা শেষে স্কটল্যান্ড-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান ২ করে। এখন গ্রুপের শেষ ম্যাচে বিজয়ী দুই দল সুপার টুয়েলভে খেলবে। শেষ ম্যাচে আয়ারল্যান্ড মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং স্কটল্যান্ড মোকাবেলা করবে জিম্বাবুয়ের। জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ের দুই ওপেনার ওয়েসলি মাধভিরে এবং রেগিস চাকাভা। ১৪ বলেই তারা গড়ে ফেলে ২৯ রানের জুটি। কিন্তু ৯ বলে ১৩ রান করার পর চাকাভা আউট হয়ে যান। এরপর টনি মুনিয়ঙ্গা ২ রানে, শন উইলিয়ামস ১ রানে আউট হয়ে গেলে বিপদে পড়ে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৮ বলে ১৪ রান করে আউট হলে জিম্বাবুয়ের আশা-ভরসা শেষ হয়ে যায়। এরপর মিল্টন সোম্বা ২ রান করে আউট হয়ে যান। রায়ান বার্ল ১৭ এবং লুক জংউই ২৯ রান করে কিছুটা আশা জাগালেও জয়ের কাজটি করতে পারেননি। বাকি ব্যাটারদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। ফলে ১৮.১ ওভারে ১২২ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যালজারি জোসেফ। ৩.২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ১টি করে উইকেট নেন আকিল হোসেন, ওবেদ ম্যাকয় এবং ওডেন স্মিথ। এরআগে, টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। ১৩ রানে বিদায় নেন ওপেনার কাইল মায়ার্স। তবে আরেক ওপেনার চার্লসের ব্যাটে লড়াই করার মতো পুঁজি পায় ক্যারিবিয়ানরা। এই ওপেনার ৩৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪৫ রান। রোভম্যান পাওয়েল ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ২৮ রান। এছাড়া আকিল হোসেনের ব্যাট থেকে আসে ২৩ রান। জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার সিকান্দার রাজা। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter