দৈনিক সহযাত্রী

জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

সহযাত্রী ডেস্ক: জাতীয় সিরাত উদযাপন কমিটির উদ্যোগে ‌‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.)’ শীর্ষক সিরাতুন্নবী (সা.) সেমিনার ও সিরাতের ওপর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবিআই) মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ।

উক্ত সিরাত অনুষ্ঠানে মুহাম্মদ আব্দুর রউফ বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে রসূলের (সা.) সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মাদ সা. এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। আজ সমাজে যেভাবে অন্যায় চলছে তা বন্ধ করতে হলে অবশ্যই নবী (সা.) এর দেখানো আদর্শ মতো কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী বলেন, জীবনের সব ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা.) এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা মানবতার দোহাই দিচ্ছে তারাই আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের একমাত্র মুহাম্মদ (স.) কে নেতা মেনে তার আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিজাম উদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী।

পরিশেষে উক্ত অনুষ্ঠানে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিজয়ী ২০ জনকে নগদ অর্থ, ক্রেস্টসহ আকর্ষণীয় বইয়ের সেট পুরস্কার প্রদান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter