আজ ১৯ অক্টোবর বুধবার ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিরাজ উদ্দিন এক বিবৃতি প্রদান করেন এবং বাংলা সাহিত্যে অন্যতম কবি ফররুখ আহমেদ এর প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। এই ছাড়া আজ সকালে কবির সমাধিতে কবি পরিবার কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ এর আয়োজন করা হয়। আগামী ২৮ অক্টোবর, বিকাল ৩. ০০ ঘটিকায় ফররুখ গবেষণা ফাউন্ডেশন কর্তৃক জাতীয় প্রেস ক্লাব তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। আধুনিক বাংলা সাহিত্যে অন্যতম কবি ফররুখ আহমেদ ছিলেন একজন উঁচুমাপের কবি। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। তার কবিতা এবং জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। কবির ৪৬ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছি। প্রেসবিজ্ঞপ্তি।