সহযাত্রী ডেস্ক: বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের একদিন আগেই রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থলেই রাত্রিযাপন করবে বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। এদিকে শনিবার সমাবেশ উপলক্ষে রাতের মধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
অপরদিকে বিএনপি নেতাকর্মীদের হুলস্থূলের কারণে সমাবেশস্থলে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য করা স্টেজ ভেঙে পরে ২ সাংবাদিক আহত হওয়ার খবর মিলেছে।
শুক্রবার রাত ৮টার পর থেকেই সমাবেশস্থলে ভিড় জমে যায়। মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশস্থল বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান)। কারো হাতে কম্বল আবার কারো হাতে ছিল পাটি। রাতে অবস্থান নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েই সমাবেশস্থলে এসেছে তারা।
এদিকে বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। বরিশাল বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন বলেন, ৫০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। ব্যানারও লাগানো শেষ হয়েছে। এছাড়াও সমাবেশস্থলসহ আশে পাশে ১২০টি মাইক লাগানো হয়েছে।