দৈনিক সহযাত্রী

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ

সহযাত্রী স্পোর্টস ডেস্ক: ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানের।

সমান ৩ ম্যাচে দুই জয় উভয় দলের। একটি করে হার আছে নামের পাশে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই দলই আছে সেমিফাইনালের দৌঁড়ে। ভারত আছে তালিকার ২ নম্বরে, রানরেটে পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান তালিকার ৩ নাম্বারে। সেমিফাইনালে যেতে হলে এই জয় বড় পাথেয় হবে দুই দলেরই জন্যে। ফলে জয় পেতে মরিয়া হয়ে উঠবে দুই দল, জয় খুঁজবে হন্যে হয়ে। যদিও ৭০ ভাগ আশঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচ ভণ্ডুল হয়ে যাবার। যদি তাই হয়, তবুও বাংলাদেশেরই উপকার হবে।

এর আগে ১১ বার মুখোমুখি হয়েছিলো দুই দল। যেখানে ১ জয়ের বিপরীতে ১০ হার দেখেছে বাংলাদেশ। অর্থাৎ ১০ বারই জিতেছে ভারত। বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ হয়েছে তিনবার। ভারতের জয় যেখানে শতভাগ। জিতেছে তিন ম্যাচেই। যদিও বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো জয় ছিলো যথেষ্ট বিতর্কের দাবিদার। তাই এবার ভারত বাংলাদেশের সাথে বিগত সময় ঘটে যাওয়া বিতর্কগুলো এড়িয়ে সুন্দর এবং সুশৃঙ্খল  একটা খেলা উপহার দিবে এমনটাই আশা সকল ক্রীড়াপ্রেমীদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter