সহযাত্রী ডেস্ক: জালিয়াতির মামলায় তাবলিগ জামাতের একাংশের মুরব্বী, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এ তার অফিস থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আসিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলামের করা মামলায় পিবিআই তাকে গ্রেপ্তার করে।
গত ১ জানুয়ারি খিলক্ষেত থানায় জালিয়াতি করে জমি দখলের অভিযোগে মামলাটি করেন সাইফুল। মামলার অপর আসামিরা হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।
পিবিআই তদন্ত করে কাজী এরতেজা হাসানের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করে তাকে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘খিলক্ষেত থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে এরতেজা হাসানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
কাজী এরতেজা হাসান ভোরের পাতা ও ইংরেজি দৈনিক পিপলস টাইমসের সম্পাদক। তিনি ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক এবং তাবলিগ জামাতের একটি অংশের ‘মুরব্বি’ হিসেবে পরিচিত।