দৈনিক সহযাত্রী

ব্রিটিশশাসিত ১১ অঞ্চলকে নিষেধাজ্ঞার আওতায় আনলো মস্কো।

সহযাত্রী অনলাইন ডেস্ক: রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের পাশাপাশি ব্রিটেনকেও দায়ী করছে রাশিয়া। এ কারণে নতুন করে ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

পাশাপাশি রোববার ব্রিটিশশাসিত ১১ অঞ্চলকেও নিষেধাজ্ঞার আওতায় আনে মস্কো।

মস্কোর কালো তালিকাভুক্ত অঞ্চলগুলো হচ্ছে— বারমুডা, ব্রিটিশ এন্টার্কটিকা অঞ্চল, ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন অঞ্চল, ক্যাইমেন আইল্যান্ড, ফকল্যান্ড আইল্যান্ড, মন্টসেরাত, পিটকেইরন আইল্যান্ড, সেন্ট হেলেনা, অ্যাসেনসন অ্যান্ড ত্রিসতান দ্য কোনহা, সাউথ জর্জিয়া, সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড, আকরোতিনি অ্যান্ড খেকেলিয়া এবং তুর্ক অ্যান্ড কাইকোস।

এর আগে তিন ব্রিটিশশাসিত দ্বীপে নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। এগুলো হচ্ছে- এঙ্গোয়েলা, ব্রিটিশ ভারজিন আইল্যান্ড ও জিব্রালটার। সর্বমোট ১৪টি ব্রিটিশশাসিত অঞ্চলে নিষেধাজ্ঞা আরোপ করল রাশিয়া।

সূত্র: তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter