দৈনিক সহযাত্রী

শিরোনাম

আগামীকাল এশিয়ার ক্রিকেটের সুপার সানডে

সহযাত্রী স্পোর্টস ডেস্ক: তাসমান সাগর পাড়ে রোববার মাঠে নামবে এশিয়ার তিন ক্রিকেট পরাশক্তি। ভিন্ন তিনটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ফলে আগামীকাল দিনটাকে এশিয়ার ক্রিকেটের ‘সুপার সানডে’ও বলা যায়।

রোববার বিশ্বকাপে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট তিনটি ম্যাচ। সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপের পরপর তিন ম্যাচে খেলবে এশিয়ার এই তিন দল।

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুপুর ১টায় দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর সন্ধ্যা ৫টায় ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রত্যেকেই মাঠে নামবে নিজেদের তৃতীয় ম্যাচে। প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত, চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের এক জয়ে পয়েন্ট ২, আর দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি পাকিস্তান। তারা আছে তালিকার ৫ম স্থানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter