দৈনিক সহযাত্রী

শিরোনাম

শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন না করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ওমরাহ ভিসা

সহযাত্রী ডেস্ক: অর্থনৈতিক মন্দায় থাকা দেশ শ্রীলঙ্কার সঙ্গে আকু পেমেন্ট সংক্রান্ত কোনো ধরনের লেনদেন না করতে তফসিলভুক্ত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাতে বলা হযয়েছে, গত ১৪ অক্টোবর থেকে অর্থনৈতিক সংকটের কারণে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রেখেছে। তাই বাংলাদেশে কার্যরত সকল এডি শাখাকে শ্রীলঙ্কার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দেওয়া হলো।

এর আগে শ্রীলঙ্কা তিন মাসের মধ্যে ফেরত দেওয়া শর্তে গত বছরের মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। কিন্তু দেশটিতে অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে চলতি বছরের মে মাসে ঋণ পরিশোধে আরও এক বছর সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter