দৈনিক সহযাত্রী

শিরোনাম

রাবিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১ নভেম্বর

সহযাত্রী অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সভায় ১ম বর্ষের সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৫, ২৬ এবং ২৭ জুলাই যথাক্রমে রাবির ‘সি’, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ ৪ হাজার ৬৪১ টি আসনের বিপরীতে ‘সি’ ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৪১০ জন, ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন এবং ‘বি’ ইউনিটে ছিল ৩৮ হাজার ৬২১ জন। পরে ২ আগস্ট রাবির ৩ ইউনিটের ফল প্রকাশ করা হয় এবং ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter