দৈনিক সহযাত্রী

তিন দিনের ছুটি নিয়ে আড়াই মাস ধরে মালয়েশিয়ায় শিক্ষিকা!

বরিশালের মুলাদীতে তিন দিনের ছুটি নিয়ে আড়াই মাস ধরে মালয়েশিয়ায় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক নারী শিক্ষক। সেখানে তিনি তার স্বামীর সঙ্গে অবস্থান করছেন।

ওই শিক্ষকের নাম শামসুন নাহার। তিনি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ৪ আগস্ট তিনি মালয়েশিয়ায় যান। উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষকসহ ঊর্ধ্বতন কাউকে না জানিয়ে তিন দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দেশ ত্যাগ করেন শামসুন নাহার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, গত ৪ আগস্ট সহকারী শিক্ষক শামসুন নাহার তিনদিনের ছুটির আবেদন করেন। তাকে ছুটি দেওয়া হয়। কিন্তু ছুটি শেষে বিদ্যালয়ে যোগদান না করায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিষয়টি ১১ আগস্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষিকা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে জানতে পেরেছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান জানান, অনুমতি ছাড়া অনুপস্থিতির বিষয়টি জেনে তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

সূত্র: যুগান্তর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter