দৈনিক সহযাত্রী

শিরোনাম

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে গ্রেপ্তার

সহযাত্রী বরিশাল বিভাগীয় ডেস্ক: বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতায়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তৌহিদকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক মামলায় তার বাবা মো. নাসির উদ্দীন সাথীকেও পুলিশ গ্রেপ্তার করে।

মামলাটি গত বছরের ৩০ আগস্ট দায়ের করা হয় এবং বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এটি তদন্ত করছে। মামলায় প্রধান আসামি করা হয় স্বৈরশাসক শেখ হাসিনাকে। এছাড়া, আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

তৌহিদ আফ্রিদি মামলায় ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দীন সাথী ২২ নম্বরে আসামি। এই হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter