দৈনিক সহযাত্রী

শিরোনাম

কলকাতায় ‘বাংলাদেশি’ বলে বাঙালি ছাত্রদের ওপর হামলা

সহযাত্রী আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, বাংলায় কথা বলার কারণেই তাঁদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনায় জড়িত অভিযোগে দুই ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে মধ্য কলকাতার শিয়ালদহ অঞ্চলে, স্টেশনের পার্শ্ববর্তী প্রধান সেতুর কাছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বন্ধুদের নিয়ে মুঠোফোনের সরঞ্জাম কিনতে গেলে দাম নিয়ে দোকানদারদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় অবাঙালি ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ‘বাংলাদেশি ও বাঙালি’ বলে কটূক্তি করেন। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

আহত শিক্ষার্থীদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাংলা জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter