মোস্তাফিজের অপমানে ফুঁসছে দেশ: বিশ্বকাপ বয়কট নাকি ভেন্যু পরিবর্তন?

ডেস্ক রিপোর্টঃ
 ছবি:
ছবি:

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড়সড় বোমা ফাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। আজ রবিবার (৪ জানুয়ারি) সিলেটে ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন এই কঠোর সিদ্ধান্ত? ঘটনার মূল সূত্রপাত পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে গতকাল তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট মহ। গতকাল রাতেও বিসিবি পরিচালকরা অনলাইনে বৈঠকে বসেছিলেন, যেখানে বেশিরভাগ পরিচালক নমনীয় অবস্থানে ছিলেন। কিন্তু আজ সরকারের উচ্চপর্যায়ের মনোভাব জানার পর বিসিবি তাদের অবস্থান পুরোপুরি পরিবর্তন করে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয়।

ভেন্যু পরিবর্তনের দাবি ও আইসিসিকে চিঠি বিসিবি সূত্রে জানা গেছে, দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। বিসিবি চাইছে, ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।

যা বললেন বিসিবি কর্মকর্তা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।”

নেতৃত্বে লিটন দাস এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করা হলো।

এলাকার খবর

সম্পর্কিত