বিসিসিআই বলেছে: আইপিএলে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিন

সহযাত্রী ডেস্কঃ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। এর ফলে ফ্র্যাঞ্চাইজিটিকে তাঁকে মুক্তি দিতে বলা হয়েছে এবং বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর চাইলে দল পুনর্গঠনের অংশ হিসেবে অন্য খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ও আলোচনা শুরু হলে বিষয়টি বিসিসিআইয়ের নজরে আসে।

উল্লেখ্য, সর্বশেষ নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য। বাঁহাতি এই পেসার এর আগে আইপিএলের আট মৌসুমে অংশ নিয়ে প্রায় ৬৫টি উইকেট শিকার করেছেন।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আইপিএলে বিদেশি খেলোয়াড় নির্বাচন, নিরাপত্তা ও রাজনৈতিক প্রেক্ষাপট—সবকিছু মিলিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত