জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘জুলাই যোদ্ধা’ সংগঠন নিয়ে দেওয়া নিজের বক্তব্য এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি) আংশিকভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বক্তব্য আংশিক উপস্থাপন করায় বিভ্রান্তি:
সালাহউদ্দিন বলেন, “গতকাল একটি রাজনৈতিক দল (এনসিপি) আমার বক্তব্য নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা আংশিকভাবে আমার কথা তুলে ধরেছে, যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে। তারা আমাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে, আমি সেটিকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে স্বাগত জানাই।”
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে বলেছিলাম—জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের ও ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছে। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, যেগুলো আমি সমর্থন করেছি এবং কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজও তা যথাযথভাবে তুলে ধরেছেন। এরপরেও যদি কারও অসন্তোষ থেকে থাকে, সেটা অনাকাঙ্ক্ষিত।”
উশৃঙ্খল ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ জড়িত নয়:
তিনি বলেন, “আমি আমার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছি—ওই সংঘর্ষে প্রকৃত জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ জড়িত নয়। কিছু উশৃঙ্খল ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ নাম ব্যবহার করে ঘটনাস্থলে বিশৃঙ্খলা করেছে, যা আমি সরকারের ‘ফ্যাসিস্ট বাহিনী’ দ্বারা সংঘটিত বলে মনে করি।”
সালাহউদ্দিন দাবি করেন, “আমার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে তা আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে। বক্তব্যের শেষাংশে আমি পরিষ্কারভাবে বলেছি, প্রকৃত জুলাই যোদ্ধারা এমন কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত হতে পারেন না।”
অগ্নিকাণ্ড প্রসঙ্গে মন্তব্য:
সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়গুলো তদন্তাধীন। কিছু গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে বলে মনে হচ্ছে। এতে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে, তবে তদন্তের আগে নিশ্চিত কিছু বলা যাবে না।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতার মন্তব্য:
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “সব রাজনৈতিক দলই বলেছে—নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। তাই নির্বাচন নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। পিআর দাবিতে যে আন্দোলন চলছে, সেটিও গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। এই চর্চার জন্যই আমরা জীবন দিয়েছি।”
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                