জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে আয়োজিত আনন্দমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কল্যাণ পার্টির মহাসচিব, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের সন্তানরা অংশগ্রহণ করেন।
হাবিবা আক্তার রাইসা প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে প্রথম স্থান, সংগীতে প্রথম স্থান, কবিতা আবৃতিতে তৃতীয় স্থান এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য শিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর ও নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অতিথিরা শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। বাংলাদেশের কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি এবং ক্রীড়া আয়োজক কমিটিকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                