দৈনিক সহযাত্রী

শিরোনাম

মোস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার: তাসকিন

ক্রীড়া প্রতিবেদক: মোস্তাফিজ উইকেট না পেলেও ভালো বল করেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ ইনিংসে ১২ উইকেট, গড় ৪৩ ও ইকোনমি ৮.৪৫—সংখ্যাগুলোর সঙ্গে মোস্তাফিজুর রহমানকে মেলানো কঠিন। কিন্তু গত ১২ মাসে মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড এটাই। বলার অপেক্ষা রাখে না, ছোট সংস্করণের ক্রিকেটে মোস্তাফিজের সময়টা ভালো যাচ্ছে না।

তবে খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন এই বাঁহাতি পেসার। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার তাসকিন আহমেদকে মোস্তাফিজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মোস্তাফিজ ভালো বোলিং করছে। ও অনেক কঠোর পরিশ্রম করছে। প্রক্রিয়াটা খুব ভালোভাবেই মেনে চলছে। দ্রুতই দেখবেন যে সে ঘুরে দাঁড়িয়েছে।’

মোস্তাফিজকে নিয়ে তাসকিনের আশাবাদী হওয়ার কারণ তাঁর অতীত রেকর্ড। তাঁর যুক্তি, ‘সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। সে চ্যাম্পিয়ন বোলার। দু-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে। যে জিনিসটা তার হাতে আছে, সেটা হচ্ছে প্রক্রিয়া। সেটা সে ভালোভাবেই মানছে। আমরা সবাই এই উন্নতির চেষ্টা করছি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। তাঁর স্পেল থেকে ডাচ ব্যাটসম্যানরা বাউন্ডারি পেয়েছে মাত্র দুটি। কে জানে, ডাচদের বিপক্ষে ম্যাচটিই হয়তো মোস্তাফিজের ভাগ্য বদলে দেবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter