বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয় জয়ের খুঁজে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের প্রতিটি আসরে খেলা বাংলাদেশের ৩৩ ম্যাচে জয় মাত্র ৮টা। সেই ২০০৭ সালে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৫ বছরেও আরো ছয় আসর খেলেও মূল পর্বে কোনো ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ।
তবে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে আজই বিশ্বকাপের মূল পর্বে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়ে যেতে পারে বাংলাদেশ। আজ বেলেরিভে ওভালে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের মোকাবেলা করবে সাকিব বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
টানা ব্যর্থতায় আবদ্ধ থাকলেও শক্তির বিচারে বাংলাদেশ বেশ এগিয়ে। কিন্তু খেলাটা যখন ক্রিকেট, অনিশ্চয়তা তো আছেই তবে। নামে-ভারে খানিকটা পিছিয়ে থাকলেও ডাচরাও ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে দাঁড়াতেই পারে৷ বাংলাদেশকে আর আগেও হারিয়েছে তারা অতীতে।
তবে প্রতিপক্ষ থেকেও বাংলাদেশের জন্য ভয়ের কারণ আবহাওয়া। পূর্বাভাস বলছে আজ হোবার্টে ৯০ ভাগ বৃষ্টি হবার পূর্বাভাস। এমনটা যদি হয়, তবে ভণ্ডুল হয়ে যেতে পারে ম্যাচ। যার ফলে নেদারল্যান্ডস উপকৃত হলেও পিছিয়ে যাবে বাংলাদেশ। তাই বলাই যায়, প্রতিপক্ষ বিবেচনায় নেদারল্যান্ডস থেকেও বাংলাদেশের এখন ভয়ের কারণ আবহাওয়া। এখন দেখার বিষয় খেলা মাঠে গড়ায় কিনা, মাঠে গড়ালেই তবে জয়-পরাজয়ের হিসাব মেলানো যাবে।