দৈনিক সহযাত্রী

শিরোনাম

দীর্ঘ কারাজীবন শেষে অবশেষে মুক্তি পেলেন ব্লগার ফারাবী

সহযাত্রী ডেস্ক: ২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলনের সময় কুখ্যাত ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে থাবা বাবা হত্যার পর ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আটক হওয়া ব্লগার ফারাবী এক দশকেরও বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন।

তৎকালীন সময়ে থাবা বাবাকে সরকারিভাবে “দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ” ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু ইসলামবিদ্বেষী লেখালেখির কারণে ব্লগারদের সঙ্গে ইসলামপন্থী এক্টিভিস্টদের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

থাবা বাবার জানাজায় ইমামকে নিয়ে ফারাবীর একটি ফেসবুক পোস্টই তার গ্রেপ্তারের কারণ হয়। এরপর থেকেই তিনি দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিলেন।

সেসময় বিভিন্ন ব্লগসাইটে মহান আল্লাহ্‌ তায়ালা, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর সম্মানিতা স্ত্রী ও সাহাবায়ে কেরাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই বিষয়গুলোই শাহবাগ আন্দোলন ও শাপলা চত্বরে অবস্থানকারীদের মধ্যকার দ্বন্দ্বকে স্পষ্ট করে তোলে।

থাবা বাবার হত্যার পরপরই তার সক্রিয় ব্লগ ও ওয়েবসাইটগুলোর অধিকাংশ কনটেন্ট মুছে ফেলা হয়, যদিও ডিজিটাল দুনিয়ার কারণে তার লেখার অনেক চিহ্ন ইন্টারনেটে এখনো সংরক্ষিত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter