দৈনিক সহযাত্রী

শিরোনাম

হাসান আরিফের মৃত্যুতে কল্যাণ পার্টির শোক প্রকাশ

সহযাত্রী ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টি।

আজ বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যৌথ বিবৃতিতে কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফ বলেন, “হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। ১৯৭০ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি দেশের একজন শীর্ষ আইনজীবী ছিলেন এবং বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন সহ তার বর্ণাঢ্য কর্মজীবনে কয়েক দশকব্যাপী জনসেবায় এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা তার (হাসান আরিফ) আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”

নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter