সহযাত্রী ডেস্ক: রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া নেত্রীরা হলেন পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা: বাবলী বেগম (৪৩), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা: রিতা আক্তার (৪০), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোছা: খাদিজা বেগম (৩৪)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০-এর পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দেন ভিকটিম মো: আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হন আবিদ। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের প্রেক্ষাপটে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়।’
থানা সূত্র আরো জানায়, ‘তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলী বেগম, সাবিনা ইয়াসমিন যুথি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়।’
পল্লবী থানার মামলায় গ্রেফতার হওয়া নেত্রীদের আদালতে পাঠানো হয়েছে।