সহযাত্রী: কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনে ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সহ দলের নেতারা। আজ শুক্রবার (৯ আগস্ট) রাত ৮.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান দলটির নেতারা।
এতে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান লায়ন শামসুদ্দিন পারভেজ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি লায়ন উমার রাযী, যুগ্ম মহাসচিব ডা. হাসান আহমেদ মেহেদী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মানবাধিকার কর্মী মো. ইস্রাফিল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি