সহযাত্রী ডেস্ক: আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন শ্রমিকরা এদেশের প্রধান চালিকা শক্তি। তিনি বলেছেন এই শ্রমিকরা ধান উৎপাদন করে মাছ চাষ করে বস্ত্র তৈরি করে বিল্ডিং- রাস্তা ঘাট নির্মাণ করে বলেই আমরা জীবন যাপন করি। অথচ প্রত্যেকটি সেক্টরে এই শ্রমিকরা নির্যাতিত। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না বিদেশীরা বিনিয়োগ করছে না ফলে শ্রমিকরা শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না। আজকে কারখানাগুলোতে কোন কারণ ছাড়াই শ্রমিক ছাটাই করছে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা আরও বাড়ছে।
শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, লেবার পার্টির মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি