দৈনিক সহযাত্রী

শিরোনাম

বরিশালের গৌরনদীতে পেটের ব্যথা সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্নহত্যা

সহযাত্রী ডেস্ক: বরিশালের গৌরনদীতে পেটের ব্যথা সইতে না পেরে ইতি আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে।

ইতি আক্তার ওই এলাকার ব্যবসায়ী মানিক শরীফের কন্যা। তিনি বার্থী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন।

গৌরনদী মডেল থানার এসআই ইসরাত জাহান জানান, বুধবার দুপুরে সেমিপাকা বসত ঘরের দোতালার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ইতি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে ও স্বজনদের সঙ্গে কথা বলেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করার পর ময়নাতদন্ত ছাড়াই ইতির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter