সহযাত্রী ডেস্ক: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে বেশ কিছু ঘর পুড়ে গেছে; এছাড়া কাপ্তান বাজার এলাকাতেও অগ্নিকাণ্ডের ঘটনায় সুইপার কলোনির কিছু ঘর পুড়েছে, এতে আহত হয়েছেন তিনজন।
সোমবার গভীর রাত ও সকালে এই দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক দোলন জানান, রাত সোয়া ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নীচে কাপ্তান বাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুন লাগার খবর আসে তাদের কাছে।
তিনি বলেন “ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় করে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২০টি ঘর পুড়ে যায়। এতে তিনজন আহত হয়েছেন।“
আনোয়ারুল হক বলেন, “মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে সকাল পৌনে সাতটার দিকে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ৯টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।“
আগুন লেগে বস্তির ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।