দৈনিক সহযাত্রী

শিরোনাম

শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস বন্ধ রাখবে তিতাস

সহযাত্রী ডেস্ক: গ্যাস সরবরাহের পাইপলাইনে কাজ চালাচ্ছে তিতাস। এই কাজের জন্য রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় আগামী শনিবার (১৮ মার্চ) টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। বৃহস্পতিবার (১৬ মার্চ) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা- রাজধানীর মিন্টো রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শুধু তাই নয়, এই কাজের সময় উক্ত এলাকা ছাড়াও এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

এ ঘটনায় গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter