সহযাত্রী ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন দলের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় গ্রেফতান হন। সংগঠনের আমীরের দায়িত্ব পালন তাঁর পক্ষে সম্ভব না হওয়ায় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আইনজীবীদের মাধ্যমে অধ্যাপক মুজিবুর রহমানের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেন।