বিশেষ প্রতিবেদন: মারজুক ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে বিদ্যানন্দপুর মহের মেমোরিয়াল (এম এম) মাধ্যমিক বিদ্যালয় হতে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। মারজুক বিদ্যানন্দপুর ইউনিয়নের চর মাধব রায় গ্রামের বাসিন্দা আবুল বাশার তালুকদার ও মুকুল আক্তারের একমাত্র ছেলে। এবং দৈনিক সহযাত্রী পত্রিকার প্রকাশক লায়ন উমার রাযীর খালাতো ভাই।
মারজুক ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। তার এ ফলাফলের জন্য বাবা-মা ছাড়াও স্কুল শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দু’আ চেয়েছেন।
পাশাপাশি সাফল্যের ধারাবাহিতা অব্যাহত রাখতে মারজুকের মা-বাবাও সকলের কাছে দু’আ কামনা করেন।