সহযাত্রী অনলাইন ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে অনেকটা সুস্থ হয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন।
আগামী মঙ্গলবার থেকে দলের লংমার্চ আবার শুরু হতে যাচ্ছে তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে এমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।
হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, ‘আমরা মঙ্গলবার মার্চ শুরু করব। আমি প্রতিদিন বক্তৃতা করব।’
তিনি আরো জানান, ১০-১৫ দিনের মধ্যে রাওয়ালপিন্ডি থেকে লংমার্চের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য যে, ইমরান খান গত বুধবার ওয়াজিরাবাদে হামলার শিকার হন। তার পায়ে গুলি লাগে। এই হামলায় তার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
সূত্র : জিও নিউজ